নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট
স্পোর্টস ডেস্ক : নারীদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশ নিজেদের সবশেষ ম্যাচে পেয়েছিল অসাধারণ সাফল্য। মালয়েশিয়াকে মাত্র ২৯ রানে অল আউট করে ১২০ রানের বিশাল জয় পেয়েছিল লাল-সবুজের দল। তবে পরের ম্যাচেই মুদ্রার উল্টোপিঠ দেখল মেয়েরা। সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
ভারত অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে আগে ব্যাত করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ৮০ রানের সংগ্রহ পায় বাংলাদেশের মেয়েরা। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ভারত ম্যাচটি জিতে নিয়েছে মাত্র ১২.১ ওভারেই। ৪৭ বল হাতে রেখেই ৮ উইকেটের বিশাল জয় পেয়েছে ভারত।
মালয়েশিয়ার কুয়ালালামপুরের বায়োমাস ওভাল মাঠে আজ সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ দল। ব্যাট করতে নেমে সুমাইয়া আক্তারের দল শুরুটা ভালোই করেছিল। ধীরে খেললেও কোনো উইকেট না হারিয়েই ৫.১ ওভারে স্কোরবোর্ডে ওঠেছিল ২৭ রান। তবে ষষ্ঠ ওভারেই দুই উইকেট হারায় বাংলাদেশ।
দলীয় ২৮ রানে দুই উইকেট হারানোর পর বাংলাদেশের মেয়েরা এরপরের ৩ উইকেট হারায় ১ রানের ব্যবধানে। ফলে ৩ উইকেটে ৩৭ রান থেকে স্কোরলাইন হয়ে যায় ৫ উইকেটে ৩৮। এরপর আরও ৩ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৮০ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দুই উইকেট হারালেও ভারতীয় ওপেনার গোনগাদি ত্রিশার ৫৮ রানের ইনিংসের সুবাদে ৪৭ বল হাতে রেখেই ৮ উইকেটের জয় নিশ্চিত করে ভারত।
Posted ০৬:৫৩ | বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain