নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট
অনলাইন ডেস্ক :গণ-অধিকার পরষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেছেন, ২০২৪ সালে আমরা নতুন করে বিজয় পেয়েছি। আগামী বছর যখন ৫ আগস্ট আসবে সেটি আমরা নতুনভাবে উৎযাপন করব।
আজ বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের আলাপকালে তিনি এসব কথা বলেন।
মো. রাশেদ খান বলেন, ৭১ এর যে লড়াই সেটির মাধ্যমে আমরা একটি ভুখন্ড পেয়েছি। এই যে ২৪ শে যে লড়াই, সে লড়াইয়ের মাধ্যমে আমরা স্বৈরাচারী সরকারকে হটিয়েছি যারা ওই সময়ে ৭১ এ নেতৃত্ব দিয়েছিল। তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের লড়াইটা হয়েছে। আমরা মনে করি ৭১ এর সাথে ২৪ কে কোনভাবেই তুলনা করা যাবে না।
তিনি বলেন, ৭১ এর পরিব্যপ্তি অনেক বেশী। আর ২৪ এ যেখানে এই দেশের অভ্যন্তরে একটি ফ্যাসীবাদ সরকারকে হটানোর জন্য লড়াই করেছি। আমরা ঔক্যবদ্ধভাবে ওই লড়াইয়ের ফল পেয়েছি। সুতরাই কোনভাবেই একটার সাথে আরেকটাকে মিলিয়ে কোনভাবেই ৭১ কে বিতর্কিত করা আমাদের সমুচিন হবে না।
তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বতীকালীন সরকার সকল দলকেই জাতীয় স্মৃতিসৌধে ইনভাইটেশন দিয়েছে। সকল দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি তারা আজ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। আমরা নতুন বাংলাদেশে এই বিজয় উৎযাপন করছি। এটা আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া। গত ১৬ বছর ধরে হাসিনা যে একটি বাংলাদেশ তৈরি করেছিল যেখানে নিজেদের তারা মুক্তিযুদ্ধের ধারক বাহক হিসাবে মনে করতো। কিন্তু তাদের বিরুদ্ধেই আমাদের লড়াই করতে হয়েছে। গণঅভ্যুত্থানের যে চেতনা সেটি বর্তমান সরকার বাস্তবায়ন করবে।
Posted ০৮:১৯ | সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain