নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট
সাবেক এমপি ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি এবং সাবেক মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর সহধর্মিণী রুমানা মাহমুদ বলেছেন, রাষ্ট্র মেরামত ও জনকল্যাণের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছেন। ৩১ দফা বাস্তবায়নের জন্য বিএনপির সকল নেতাকর্মীদের মানুষের ঘরে ঘরে গিয়ে কাজ করতে হবে।
রবিবার বিকালে শহরের ১৩নং ওয়ার্ড বিএনপি আয়োজিত শহরের রায়পুর স্টেশন এলাকায় এক বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যে সকল নেতাকর্মী দলের দুঃসময়ে আন্দোলন সংগ্রাম করেছে, তাদেরকে নিয়ে প্রতিটি কমিটি গঠন করতে হবে। কোনো হাইব্রিড ও দালালকে কমিটিতে স্থান দেওয়া যাবে না। কারণ ত্যাগীরাই জনগণের দুঃখ-বেদনা বুঝতে পারে। তারাই জনগণের সাথে কাজ করে আগামীতে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনবে।
সিরাজগঞ্জ শহর বিএনপির সভাপতি সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, শহর বিএনপির সাধারণ সম্পাদক মুন্সী জাহিদ আলম, সহ-সভাপতি রেজাউল করিম জোয়ার্দ্দার, জেলা যুবদলের সভাপতি মির্জা বাবু, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস প্রমুখ।
Posted ১৬:৩৮ | রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain