নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট
অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানে একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬৬ জন হতাহত হয়েছে। এর মধ্যে ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৬০ জন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।
রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ওয়াফা বানি মুস্তাফাকে উদ্ধৃত করে সরকারি পেট্রা নিউজ এজেন্সি জানিয়েছে, শুক্রবার ভোরে রাজধানী আম্মানে একটি বেসরকারি বৃদ্ধাশ্রমের দ্বিতীয় তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ওয়াফা বানি মুস্তাফা বলেন, আগুনে ছয়জন বয়স্ক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন পাঁচজন এবং আহত আরও ৫৫ জনের আঘাত তেমন গুরুতর নয়।
হোয়াইট বেডস সোসাইটির (আল-আসিরা আল-বায়দা) কেন্দ্রের ৮০ বর্গমিটার (৮৬৯ বর্গফুট) এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়ে বলে জানানো হয়। সে সময় ওই বৃদ্ধাশ্রমে ১১১ জন বাসিন্দা ছিলেন।
সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী জানিয়েছেন, যাদের সেখান থেকে উদ্ধার করা হয়েছে তারা সবাই নিরাপদ রয়েছেন। কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে সে বিষয়টি তদন্ত করা হচ্ছে বলেও জানানো হয়। সূত্র: গালফ নিউজ, আরব নিউজ, আনাদোলু এজেন্সি
Posted ০৭:৪৯ | শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain