শনিবার ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারত হাসিনার চোখ দিয়ে বাংলাদেশকে দেখে: আলাল

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট

ভারত হাসিনার চোখ দিয়ে বাংলাদেশকে দেখে: আলাল

‘মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদের বন্ধু ছিল। কিন্তু এরা যে কখন বন্ধু, কখন শত্রু এটা বুঝতে হলে আমাদের আরও কয়েকশো বছর বাঁচতে হবে। তারা এখন শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। যাদের দিয়ে তাদের স্বার্থ হাসিল হয় তারা (ভারত) শুধু তাদের আশ্রয় দেয়। ভারত শেখ হাসিনার চোখ দিয়ে বাংলাদেশকে দেখে; এ দৃষ্টিভঙ্গি পরিবর্তন না হওয়া পর্যন্ত তাদের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক হবে না।’

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এসব কথা বলেন।

ভারতের উদ্দেশ্যে যুবদলের সাবেক সভাপতি বলেন, শেখ হাসিনার চোখ দিয়ে বাংলাদেশকে দেখা ভুলে যান। শেখ হাসিনার ১৫ বছরের আমলের কথা ভুলে যান। ওটা ভুলে যেতে হবে। বাংলাদেশের বর্তমান প্রজন্মকে চিনতে হবে। কারণ আগরতলায় বাংলাদেশ সহকারি হাইকমিশনার অফিসে যে হামলা হয়েছে; তারপরে বাংলাদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমেছিল। এর কারণ একটাই এদেশের মানুষ সার্বভৌমত্বকে ভালোবাসে।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের পরে অনেক মুক্তিযোদ্ধা তৈরি হয়েছে। যেমন ৫ আগস্টের পরে অনেক জাতীয়তাবাদী দলের সৈনিক তৈরি হয়েছে। দুঃখজনক হলেও সত্য যে ’৭১ সালে অনেকেই মুক্তিযুদ্ধ না করেও রাজাকারদের সঙ্গে ছবি তুলে; পরবর্তীকালে মুক্তিযোদ্ধা হিসেবে নাম লিখিয়েছে। এ ইতিহাস বর্তমান প্রজন্ম বা পরবর্তী প্রজন্ম জানবে কিনা আমার জানা নেই।

এসময় তিনি সকলকে ঐক্যবদ্ধ থেকে দেশ ও জাতিকে রক্ষা করার আহ্বান জানান। তিনি আরও বলেন, আমাদের আরও ঐক্যবদ্ধ হতে হবে। মুক্তিযুদ্ধের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধারা আমাদের সঙ্গে আছেন। আমাদের পরবর্তী প্রজন্মরাও আমাদের সঙ্গে আছে। বাংলাদেশের সর্বভৌমত্বকে প্রমাণ করতে আমাদের ভুল, আমাদের কাজ, সবকিছু বিচার বিশ্লেষণ হবে আমাদের মাপকাঠিতে। কোন দাদাদের চোখ রাঙানিতে আমরা ভয় পাই না।

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেক খানের সঞ্চালনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু প্রমুখ বক্তব্য দেন।

Facebook Comments Box
advertisement

Posted ১৬:৩৪ | বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com