নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট
অনলাইন ডেস্ক :বাংলাদেশে যে চমৎকার পুলিশ বাহিনী ছিল সেটি শেখ হাসিনার আমলে অত্যন্ত বিতর্কিত হয়ে পড়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ। তিনি বলেন, পুলিশের মর্যাদা বলতে অবশিষ্ট আর কিছুই নেই। তাদের গুম, খুন ও বিভিন্ন হত্যাকাণ্ড এবং দুর্নীতির কারণে দেশের মানুষ স্তম্ভিত হয়ে পড়েছে। এ অবস্থায় পুলিশ কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে বিএনপি।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।
হাফিজ বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের জনগণের সমর্থন নিয়ে একটি অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। তারা পুলিশ বাহিনীকে সংস্কারের জন্য একটি কমিশন গঠন করেছে। তারা বিএনপির কাছে কোনো সুপারিশ চায়নি। তারপরও আমরা একটা সুপারিশ (প্রস্তাবনা) তৈরি করেছি। সেটি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির কাছে হস্তান্তর করেছি।
তিনি জানান, পুলিশ বাহিনীকে সঠিক দিকনির্দেশনা, পরামর্শ এবং সহায়তা প্রদানের জন্য একটি পুলিশ কমিশন গঠন করা প্রয়োজন বলে প্রস্তাবনা দিয়েছে বিএনপি। দলটির প্রস্তাবনা অনুযায়ী কমিশনের কার্যপরিধির মধ্যে থাকবে– পুলিশের জনবান্ধব ও গ্রহণযোগ্য আচরণ নিশ্চিত করা, বাহিনীর কল্যাণ ও উন্নয়নে পদক্ষেপ গ্রহণ, বাহিনী পরিচালনায় প্রয়োজনীয় আইন ও বিধি প্রণয়ন, বাহিনীর সম্প্রসারণ ও প্রয়োজনীয় সরঞ্জামাদি সংগ্রহ, সদস্যদের দক্ষতা বৃদ্ধিকল্পে উন্নত বিশ্বের অনুকরণে আধুনিক প্রশিক্ষণ প্রদান, সর্বোচ্চ বিভাগীয় কমান্ড কর্তৃক প্রচলিত আইন ও বিধির ব্যত্যয় ঘটার ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে পুলিশকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান, দায়িত্ব পালনকালে দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির গুরুতর অবনতি রোধকল্পে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান ও সরকার কর্তৃক নির্দেশিত বিশেষ দায়িত্ব পালন।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য জানান, পুলিশ কমিশনের চেয়ারম্যান হবেন স্বরাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান। আর সংসদ না থাকলে উচ্চ আদালতের, সুপ্রিম কোর্টের একজন বিচারপতি কমিশনের চেয়ারম্যান হবেন। আর এ কমিটির আট জন সদস্য থাকবে। তারা হবেন– সরকার দলীয় সংসদ সদস্য দুজন, বিরোধী দলীয় সংসদ সদস্য একজন, বিশ্ববিদ্যালয় শিক্ষক একজন, উচ্চ আদালতের আইনজীবী একজন, সমাজের বিশিষ্ট নাগরিক দুজন ও স্বরাষ্ট্র সচিব মনোনীত একজন অতিরিক্ত সচিব। পুলিশের আইজিপি মনোনীত একজন অ্যাডিশনাল আইজি হবেন সদস্য সচিব।
বিস্তারিত আসছে…
Posted ০৭:২১ | মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain