নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট
বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল ব্রিটিশ হাইকমিশনার মিস সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। প্রতিনিধিদলটি রবিবার হাইকমিশনারের বাসভবনে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সৌজন্য সাক্ষাতে কয়েক দিন আগে ব্রিটিশ পার্লামেন্টের একজন সদস্যের বাংলাদেশ ও জামায়াতে ইসলামী সম্পর্কে করা বিভ্রান্তিকর ও অসত্য মন্তব্যের প্রতিবাদ জানানো হয়।
পরে মন্তব্যের প্রতিবাদলিপি হাইকমিশনারের কাছে হস্তান্তর করেন প্রতিনিধিদলের সদস্যরা। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়, সাক্ষাৎকারটি অত্যন্ত সৌহার্দ্য ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলে আরো ছিলেন নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, অধ্যাপক ড. মাহমুদুল হাসান ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
Posted ০৭:২১ | সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain