নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট
অনলাইন ডেস্ক :দীর্ঘ ১৯ বছর পর কুমিল্লায় অনুষ্ঠিত হচ্ছে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে কুমিল্লার ঐতিহাসিক টাউন হল মাঠে এ সম্মেলন শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে আছেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান।
সম্মেলন কেন্দ্র করে সকাল সাড়ে ৭টা থেকে টাউন হল মাঠ পূর্ণ হয়ে যায়। নগরীর কান্দিরপাড়, লাকসাম রোড, ঝাউতলা রোড, জিলা স্কুল রোড, সার্কেট হাউজ রোড, প্রেসক্লাব মোড়সহ নগরীর বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে। নেতা-কর্মীদের স্লোগানে মুখরিত নগরী। সম্মেলনে নারী নেতাকর্মীদের জন্য কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্যান্ডেল ও এলইডি স্থাপন করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০০৫ সালে কুমিল্লায় জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির ও সাবেক শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী।
জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরের আমির কাজী দীন মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা সাবেক এমপি ও কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মু তাহের। বিশেষ অতিথি হিসেবে আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম, মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ আব্দুর রব, সাবেক চাকসু ভিপি ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, কুমিল্লা মহানগরীর নায়েবে আমির মু. মোছলেহ উদ্দিন ও এ কে এম এমদাদুল হক মামুন।
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]
Posted ০৮:৩২ | শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain