নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট
বাংলাদেশকে অস্থির করে কেউ শান্তিতে থাকতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর দক্ষিণের সেক্রেটারি এবং ছাত্রশিবিরের সাবেক সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ।
শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে রাজধানীর শাহজাহানপুরের মৈত্রী সংঘ মাঠে কর্মী সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে এই সম্মেলন চলছে।
শফিকুল ইসলাম মাসুদ বলেন, বিজয়ের মাসকে কলঙ্কিত করেছিল ফ্যাসিস্ট সরকার। হিন্দুদের ব্যবহার করে যে ষড়যন্ত্র করে ব্যর্থ হয়েছে পতিত ফ্যাসিস্ট তা আর কখনো সফল হবে না।
তাদের এই ষড়যন্ত্রের কারণে ভেদাভেদ দূর হয়ে সব দল এখন আরও বেশি ঐক্যবদ্ধ বলে দাবি করেছেন জামায়াতের মহানগর দক্ষিণের সেক্রেটারি।
তিনি আরও বলেন, বাংলাদেশকে অস্থির করে কেউ শান্তিতে থাকতে পারবে না। প্রতিবেশী রাষ্ট্রের ইঙ্গিতে সাঈদী ও নিজামীকে হত্যা করা হয়েছে, চট্টগ্রামের রক্ত বৃথা যাবে না।
Posted ০৬:২৭ | শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain