নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট
অনলাইন ডেস্ক : পশ্চিম ইরানে ৫.৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ ভূমিকম্পের কেন্দ্রস্থল ইরানের খুজেস্তান প্রদেশের মাসজেদ সোলেমান থেকে প্রায় ৩৬ কিলোমিটার (২২ মাইল) দক্ষিণ-পশ্চিমে ভূমিকম্পের কেন্দ্রস্থলটি শনাক্ত করেছে। এমনটাই জানিয়েছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্সেস।
উভয় সংস্থা বলছে, ভূমিকম্পটি ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীর বিস্তৃত ছিল।
আজ এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল।
এখন পর্যন্ত তাৎক্ষণিকভাবে কোনো হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের প্রভাবের সম্পূর্ণ ক্ষয়ক্ষতি নির্ধারণ করা বাকি রয়েছে।
চলতি বছরের জুনেও ইরানের উত্তর-পূর্বাঞ্চলের কাশমার শহরে ভূমিকম্প হয়। এতে ওই সময় চার ব্যক্তি নিহত এবং অন্তত ১২০ জন আহত হয়।
Posted ০৬:৪৮ | বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain