নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ | প্রিন্ট
বিপ্লব পরবর্তী বাংলাদেশকে এগিয়ে নিতে হলে ঐক্যের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে দলমত নির্বিশেষে বৃহত্তর জাতীয় ঐক্য দরকার। বিশেষ করে সকল দলের ঐক্য এখন সময়ের একক দাবি।
তিনি আরও বলেন, দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সকল দল এবং মতকে কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মতো দেশ গঠনেও ঐক্যবদ্ধ হতে হবে। দলগুলোর মধ্যে একটি কার্যকর ঐক্য ছাড়া বিপ্লবের সাফল্য ধরে রাখা কঠিন হবে।
দুলু বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরেরা আত্মগোপনে থেকে ফেসবুকের মাধ্যমে মিথ্যাচারে লিপ্ত রয়েছে। তারা দেশের যেকোন বিষয়ে ধারাবাহিক মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশে নির্মম গণহত্যাকারী পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরদের বিষয়ে দেশের মানুষকে সচেতন থাকতে হবে। তারা আমাদের প্রিয় মাতৃভুমিকে অশান্ত করতে চায়, দেশে অশান্তি সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তাদের কোন ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না।
শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে নাটোর সদরের তেবাড়িয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির এই নেতা।
স্থানীয় রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জনসমাবেশে ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, কাজী শাহ আলম, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফয়সাল আলম আবুল, ও ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।
Posted ১৫:৪৭ | শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain