নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪ | প্রিন্ট
প্রতি বছর ঈদে শাহরুখ খানের মুম্বাইয়ের বাড়ির বাইরে জড়ো হন ভক্তরা। প্রিয় অভিনেতাকে সামনে থেকে দেখার জন্য বাড়ির সামনে ভিড় জমান তারা। শাহরুখও তাদের মনের আশা পূরণ করেন।
প্রতি ঈদেই দেখা দেন ভক্তদের। এ বছরও এর বিপরীত ঘটেনি। সেই পুরনো স্টাইলেই হাত নাড়িয়ে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার ঈদের বিকেলে বরাবরের মতো হাজির হলেন শাহরুখ। মান্নাতের বারান্দায় পেতে রাখা ছাদে হাজির হলেন শ্বেত শুভ্র পাঞ্জাবি গায়ে। ততক্ষণে মান্নাতের সামনে লাখো মানুষ সমবেত হয়েছেন। পুরো রাস্তায় তিল ধারণের জায়গা নেই। সমাবেশস্থলে হাজির হয়েছেন লাখো জনতা।
শাহরুখ এলেন হাত নাড়িয়ে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানালেন। একপর্যায়ে উঠে পড়েন পেতে রাখা ছাদের রেলিংয়ে, ছুঁড়ে দিলেন চুমু। ভক্তদের ঈদ পূর্ণতা পেল যেন প্রিয় নায়কের ছুঁড়ে দেওয়া ভালোবাসায়।
Posted ০৫:৫২ | শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain