নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট
মোরেলগঞ্জ প্রতিনিধি:
গত ২৬ নভেম্বর রোববার প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে বাগেরহাটের মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দীন মেমোরিয়াল কলেজের মেধাবী শিক্ষার্থী নূহা বিনতে খায়রুল। নূহা তার নিজ কলেজের বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ নাম্বার পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে।
সে অর্থ মন্ত্রণালয়ের কনসালট্যান্ট মো. খায়রুল ইসলাম খোকনের প্রথম কন্যা নূহার মা নুসরাত জাহান শেলী ওই কলেজেরই ইংরেজি বিভাগের প্রভাষক ।
মোরেলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের মরহুম হাতেম আলী মৃধা নূহার দাদা এবং মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দীন মেমোরিয়াল কলেজের প্রতিষ্ঠাতা মোরেলগঞ্জ সদরের বাসিন্দা বিশিষ্ট সমাজ সেবক মরহুম ডাক্তার আব্দুল খালেক তালুকদার তার নানা।
মেধাবী শিক্ষার্থী নূহা বিনতে খায়রুলের পারিবারিক সূত্র জানায়, সে পঞ্চম শ্রেণীর (পিএসসি) ও অষ্টম শ্রেণীর (জেএসসি) পরীক্ষায় ট্যালেন্ট পুলে বৃত্তি লাভ এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে শিক্ষা জীবনের প্রথম ধাপ থেকেই সাফল্যের ধারা অব্যাহত রেখেছিলো।
মেধাবী শিক্ষার্থী নূহা ভবিষ্যতে একজন চিকিৎসক হয়ে মানবতার সেবায় নিজেকে সম্পৃক্ত করতে আগ্রহী।#
Posted ১৮:০৪ | শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Rafiq Masum