নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৬ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
বর্তমান সরকারের পদত্যাগের এক দফা দাবি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আবারও নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর (শনিবার) ঢাকায় আবারও গণমিছিল করবে দলটির নেতাকর্মীরা।
বুধবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নতুন এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ওইদিন ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি বিকেল তিনটায় পৃথকভাবে এ কর্মসূচি পালন করবে।
একইদিনে যুগপৎভাবে এ কর্মসূচি পালন করতে এরই মধ্যে সমমনা দল এবং জোটের নেতৃবৃন্দকে বিএনপির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
এর আগে সর্বশেষ গত ১১ আগস্ট এক দফা আন্দোলনের অংশ হিসেবে রাজধানীতে গণমিছিল করে বিএনপি। সেদিন দুপুর ৩টা থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আয়োজনে পৃথক দুটি গণমিছিল হয়।
Posted ০৮:৪৫ | বুধবার, ০৬ সেপ্টেম্বর ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain