নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৬ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
বুধবার থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের সুপার ফোরের লড়াই। যা অনুষ্ঠিত হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। যেখানে সেমিফাইনালের পরিবর্তে চারদলই একবার করে পরস্পরের মুখোমুখি হবে। এরপর পয়েন্ট টেবিলের সেরা দুই দল ফাইনাল খেলবে।
এবারের আসরে সবশেষ দল হিসেবে সুপার ফোরে পৌঁছেছে শ্রীলংকা। মঙ্গলবার লাহোরে আফগানিস্তানের বিপক্ষে নাটকীয় জয়ে চলমান এশিয়া কাপে টিকে গেছে লংকানরা। তার আগে বৃষ্টি আইনে নেপালকে হারিয়ে ‘এ’ গ্রুপ থেকে সেরা চারে জায়গা করে নিয়েছে ভারত। একই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে উঠেছে আয়োজক পাকিস্তান।
অন্যদিকে ‘বি’ গ্রুপ থেকে সবার আগে সুপার ফোর নিশ্চিত করেছে বাংলাদেশ দল। গত ৩ সেপ্টেম্বর আফগানিস্তানকে ৮৯ রানে হারিয়ে সেরা চারে পৌঁছে যায় সাকিব আল হাসানের দল।
সুপার ফোরের প্রথম ম্যাচে বুধবার লাহোরে টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তান। আর ৯ তারিখ কলম্বোতে টাইগাররা খেলবে স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে। সুপার ফোরে টাইগাররা নিজেদের শেষ ম্যাচে ১৫ সেপ্টেম্বর খেলবে ভারতের বিপক্ষে।
চলুন এক নজরে দেখে নেয়া যাক সুপার ফোরের সময়সূচি-
তারিখ | ম্যাচ | ভেন্যু |
৬ সেপ্টেম্বর | বাংলাদেশ বনাম পাকিস্তান | লাহোর |
৯ সেপ্টেম্বর | বাংলাদেশ বনাম শ্রীলংকা | কলম্বো |
১০ সেপ্টেম্বর | ভারত বনাম পাকিস্তান | কলম্বো |
১২ সেপ্টেম্বর | ভারত বনাম শ্রীলংকা | কলম্বো |
১৪ সেপ্টেম্বর | পাকিস্তান বনাম শ্রীলংকা | কলম্বো |
১৫ সেপ্টেম্বর | বাংলাদেশ বনাম ভারত | কলম্বো |
সুপার ফোরের লড়াই শেষে শীর্ষে থাকা দুই দল মুখোমুখি হবে ফাইনালে। ১৭ সেপ্টেম্বরের সেই ফাইনালও হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। সূএ: ডেইলি-বাংলাদেশ
Posted ০৭:৪২ | বুধবার, ০৬ সেপ্টেম্বর ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain