নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৪ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
সরকার ও ঢাকার দুই সিটি করপোরেশন ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, আমাদের সংবিধান মোতাবেক পাঁচটি মৌলিক বিষয় নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এরমধ্যে অন্যতম হচ্ছে চিকিৎসা ব্যবস্থা। কিন্তু এই সরকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে পারেনি।
সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ‘ডেঙ্গু পরিস্থিতি এবং করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন আব্দুল মঈন খান। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কীটতত্ত্ববিদ মোহাম্মদ সাইফুল্লাহ। শামীমুর রহমান শামীমের পরিচালনায় সভায় বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।
সভায় আব্দুল মঈন খান বলেন, সরকার করোনার সময় মানুষকে টিকা দিতে পারেনি। অথচ এদেশের দরিদ্র মানুষ মাথার ঘাম পায়ে ফেলে ট্যাক্স দিয়ে সরকারকে জীবিত রেখেছে। কিন্তু মানুষের ট্যাক্সের টাকায় কেনা টিকা পায়নি। তার কি জবাবদিহিতা করেছে সরকার। অথচ সরকারের এজেন্ডা থাকে জনকল্যাণ করা। জনগণের সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটে একটি নির্দিষ্ট সময়ে তারা ক্ষমতায় আসে। সেটাকেই বলে নির্বাচন।
তিনি আরও বলেন, বিএনপি একসময় দেশ পরিচালনার দায়িত্বে ছিল। আজকে বিরোধীদলে আছে। এই সরকার মানুষের সেবা না করলেও আজকে কঠিন অবস্থার মধ্যে বিরোধীদলে থেকে আমরা মানুষের সেবা করে যাচ্ছি। কারণ সমাজ ও মানুষের জন্য কিছু করার মূল মন্ত্রদাতা হলেন জিয়াউর রহমান। তিনি এসব করতেন।
সরকার এবং সরকারের আশীর্বাদপুষ্ট ছাড়া দেশে আর কারো কোনো অধিকার নেই উল্লেখ করে আব্দুল মঈন খান বলেন, আজকে বর্তমান সরকার সর্বগ্রাসী সরকার। কারণ এখানে এনজিও, ফাউন্ডেশন, সমাজসেবা বা ব্যবসায়িক প্রতিষ্ঠান করতে যাবেন এই সরকার সেটা টেনে ধরবে। কেননা এখানে সরকার একটা কোটারি ব্যবস্থা চালু করেছে।
তিনি বলেন, ১৯৬৯ সালে ৯টি দেশে ডেঙ্গু মশার বিস্তার ছিল। আজকে সেই মশা বিশ্বের ১২৯টি দেশে বিস্তার লাভ করেছে। পুরো বিশ্ব এগোচ্ছে। কিন্তু রোগ থাকলে তো সেই কাজ সম্ভব নয়। আজকে কোটি কোটি টাকা ব্যয় করেও বর্তমান সরকার ও ঢাকার দুই সিটি করপোরেশন ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারেনি। তারা ব্যর্থ হয়েছে। অন্যদিকে উল্টো তাদের যে কাজ তা নিরীহ নাগরিকদের ওপর চাপিয়ে দিয়েছে। এটা নৈতিকতাবিরোধী। এর পেছনে রয়েছে সরকারের দুর্নীতি।
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বর্তমান সরকার ১৫ বছর ধরে ক্ষমতায় আছে। তারা নির্বাচনে নকল করে দায়িত্বে আছে। তাদের কর্মকাণ্ড হচ্ছে- দুর্নীতি, লুটপাট, মানুষের ওপর নির্যাতন-নিপীড়ন ও মিথ্যা মামলা। দুর্নীতির মাধ্যমে লাখ ও হাজার কোটি টাকা পাচার করেছে।
Posted ১৬:১২ | সোমবার, ০৪ সেপ্টেম্বর ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain