নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৪ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
চলতি এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচেই বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি করতে হয় ভারতকে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে লড়াকু পুঁজি সংগ্রহ করলেও শেষ পর্যন্ত বৃষ্টি বাঁধায় ম্যাচটি পরিত্যক্ত হয়। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে কোহলিরা।
গত শনিবার ২ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টি হওয়ার আশঙ্কা আগে থেকেই ছিল। অবশেষে, সেটাই সত্যি হল। পাকিস্তানের বিপক্ষে ভারত প্রথমে ব্যাট করে ২৬৬ রান করে। কিন্তু তারপর আর বৃষ্টির কারণে খেলা হয়নি।
এদিকে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগ করা হয় দুই দলের মধ্যে। আগের ম্যাচের বড় জয় এবং ভারতের বিপক্ষে এক পয়েন্ট পেয়ে ইতোমধ্যেই সুপার ফোর নিশ্চিত করেছে পাকিস্তান। এদিকে বৃষ্টিবিঘ্নিত পরিত্যক্ত ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ভারতের অর্জন এক পয়েন্ট।
আজ সোমবার ৪ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ভারত। আজ জিতলেই ভারতের সুপার ফোর নিশ্চিত হবে। আর যদি ভারত হেরে যায়, তাহলে দু’পয়েন্ট নিয়ে সুপার ফোরে চলে যাবে নেপাল। যদিও শক্তিশালী ভারতের বিপক্ষে নেপালের জয় পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ভারত-নেপাল ম্যাচ যদি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় সেক্ষেত্রে রানরেটের হিসেব আসবে।
Posted ০৮:৫২ | সোমবার, ০৪ সেপ্টেম্বর ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain