একে কুদরত পাশা | শুক্রবার, ০১ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
সুনামগঞ্জ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সুনামগঞ্জে আলোচনা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সুনামগঞ্জ জেলা বিএনপি’র আয়োজনে দলটির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শহরে র্যালী বের করা হয়। র্যালিটি পৌর শহরের পুরতন বাসষ্টেশন থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে হাছননগর এলাকায় সমবেত হয়।
সুনামগঞ্জ পুরাতনবাস্ট্যান্ড এ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন করার চেষ্টা করলে সে নির্বাচন করতে দেওয়া হবে না। এ দেশের মানুষ তা করতে দেবে না।’
‘আজ শুধু বাংলাদেশেই নয় আন্তর্জাতিকভাবেও বলা হচ্ছে যে অতীতে আওয়ামী লীগের অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলো সুষ্ঠু হয়নি।’ ‘এবার সব শক্তিকে একত্র করে দেশনেত্রীকে মুক্ত করে, নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে এ সরকারকে একটি নিরপেক্ষ, নির্দলীয় সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করে নির্বাচনের ব্যবস্থা করতে বাধ্য করা হবে।’ ‘সুনামগঞ্জের মানুষ আজ জেগে উঠেছে, তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি দেওয়ান জয়নুল জাকেরিন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়াম্যান ফারুক আহমদ, অ্যাডভোকেট মো.শেরেনূর আলী,ফারুক আহমেদ, নাদির আহমেদ, রেজাউল হক, আবুল কালাম আজাদ, আনছার উদ্দিন, কৃষকদলের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়াম্যান মো.আনিসুল হক প্রমূখ।
প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও র্যালিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপির হাহার হাজার নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।
Posted ১৩:৫৪ | শুক্রবার, ০১ সেপ্টেম্বর ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin