একে কুদরত পাশা | শনিবার, ০২ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
সুনামগঞ্জ : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক আহবায়ক, দিরাই-শাল্লার সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাই করুন। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের যদি সাহস থাকে তাহলে একজন নিরপেক্ষ ব্যক্তির হাতে ক্ষমতা দিয়ে নির্বাচনের মাঠে খেলতে আসুন তখন দেখা যাবে জনগণ কার পাশে থাকে এবং কাকে নির্বাচিত করে। সরকার দীর্ঘ ১৫ টি বছর ধরে ক্ষমতা আছে পুলিশ ও প্রশাসনকে ব্যবহার করে বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে মামলা-হামলা গুমখুন করে রাজপথ থেকে সরানোর কত কিছু ই না করছে কিন্তু বিএনপিকে কিছু ই করতে পারেনি। আজকে হাজার হাজার নেতা কর্মীর উপস্থিত প্রমান করে বিএনপি যে কোন সময়ের চেয়ে এখন শক্তিশালী।
তিনি আরো বলেন বিএনপি হচ্ছে জনগণের দল। বিএনপি জনগণের ভালবাসা এখনও ইস্পাত কঠিন ও সুদৃঢ় অবস্থা আছে। বিএনপির ৪৫ লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে সরকার ক্ষমতায় থাকতে চাইলে ও সেই দিবা স্বপ্ন পূরণ হবে না। জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫ তম প্রতিষ্টা বার্ষিকীর অঙগীকার হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কারো অধীনে বিএনপি নির্বাচনে যাবে না।
বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিরাই উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অংঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত র্যালী পরবর্তী জনসভায় তিনি এসব কথা বলেন।
সকাল থেকে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার নেতাকর্মীদের মিছিল ব্যানার ফেস্টুন নিয়ে দিরাইয়ের রাজপথ শ্লোগানে মুখরিত করেন। দীর্ঘদিন পর নাছির চৌধুরী সুস্থ্য হয়ে আবারো মাঠে ফিরে আসায় উজ্জীবিত নেতা কর্মীরা। নেতাকে একনজর দেখার জন্য হাজার হাজার নেতাকর্মীদের ঢল নামে দিরাইয়ে।
র্যালীটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া, সহ উপজেলা পৌর বিএনপি ও অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
Posted ১১:৪৩ | শনিবার, ০২ সেপ্টেম্বর ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin