নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০১ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এ দেশে কেউ আইনের ঊর্ধ্বে নয়। আইন তার নিজস্ব গতিতে চলবে এবং আদালতে যে বিচার হবে সেই বিচার সবাইকে মেনে নিতে হবে।
আজ সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নের জাজিয়ারা আশ্রয়ণ প্রকল্পের আওতায় গৃহহীন ও ভূমিহীনদের ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে আনিসুল হক বলেন, উনি (ড. ইউনূস) হাইকোর্টে গেছেন; হাইকোর্ট বলছেন মামলা ঠিক আছে। সর্বোচ্চ আদালত আপিল বিভাগে গেছেন, সেখানেও বলছে মামলা ঠিক আছে। উনি একটা মামলায় সাড়ে ১২ কোটি টাকা জরিমানা দিয়েছেন।
আইনমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, বাংলাদেশে কেউ আইনের ঊর্ধ্বে নয়। আইন তার নিজস্ব গতিতে চলবে এবং আদালতে যে বিচার হবে, সেই বিচার সবাইকে মেনে নিতে হবে।
এসময় কসবা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কায়সার ভূইয়া জীবন, পৌর মেয়র এমজি হাক্কানী প্রমুখ উপস্থিত ছিলেন।
Posted ১৫:৫৯ | শুক্রবার, ০১ সেপ্টেম্বর ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain