নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০১ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত ছাত্র সমাবেশের মঞ্চে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৪২মিনিটে তিনি মঞ্চে ওঠেন। দীর্ঘ নয় বছর পর আয়োজিত ছাত্রলীগের এই ছাত্র সমাবেশের প্রধান অতিথি আওয়ামী লীগ প্রধান।
ছাত্রলীগ ঘোষিত স্বরণকালের সবচেয়ে বড় এই সমাবেশে যোগ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়াও মঞ্চে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের শীর্ষ নেতাসহ ক্ষমতাসীন দলের বিভিন্ন সহযোগি সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা।
পূর্ব ঘোষিত এই কর্মসূচিতে যোগ দিয়েছেন দেশের প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা।
ঢাকাসহ প্রতিটি মহানগর, থানা ও ইউনিটের নেতাকর্মীরা সকাল থেকে যোগ দিয়েছেন সমাবেশে। একইসঙ্গে ছাত্রলীগের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় ইউনিট থেকে নেতাকর্মীরা এই সমাবেশে সমবেত হয়েছেন।
সকাল থেকে সমাবেশস্থল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে নেতাকর্মীদের ঢল দেখা যায়। দুপুর নাগাদ জনসমুদ্রে পরিণত হয় পুরো উদ্যান এলাকা।
মাঝে বৃষ্টি বাগড়া বাধালেও নেতাকর্মীদের অংশগ্রহণ বা উন্মাদনা কমেনি। অনেক ইউনিটকে বৃষ্টিতে ভিজেই মিছিল করতে দেখা গেছে। বৃষ্টি শেষ হতেই পুনরায় স্লোগান-মিছিলে মুখোরিত হয়ে ওঠে সোহরাওয়ার্দী উদ্যান এলাকা। সূএ : ঢাকা মেইল ডটকম
Posted ১১:৫৪ | শুক্রবার, ০১ সেপ্টেম্বর ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain