নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০১ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আজকে যারা ক্ষমতায় আছে তারা অবৈধভাবে দেশের মানুষের ভোট চুরি করে, দিনের ভোট রাতে করে জোর করে ক্ষমতায় আছে। আওয়ামী লীগের অত্যাচার-নিপীড়ন থেকে এ দেশের মানুষকে মুক্ত করার জন্য আমাদের সংগ্রাম। আমাদের সংগ্রাম এখন শেষের পথে। আপনারা দেখছেন সমগ্র পৃথিবী আজকে এই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। আমেরিকা, ইউরোপ, হিউম্যান রাইটস, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সকলেই আওয়ামী লীগ সরকারে বিরুদ্ধে।
শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে নাটোর জেলা বিএনপির কার্যালয়ে দলটির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, কয়েক দিন আগে উনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) ব্রিকসের সদস্য হতে গেলেন। যদি একবার ব্রিকসের সদস্য হতেন তাহলে আপনারা টেলিভিশন খুলে রাখতে পারতেন না। এখন সদস্য হতে না পেরে তার চেহারা কালো হয়ে গেছে।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, যতই নিপীড়ন-নির্যাতন চালাক না কেন আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আজ যারা ২০১৪ এবং ১৮ সালের এমপি হিসেবে পরিচয় দিচ্ছে, এই অবৈধ সরকারের পতনের সঙ্গে সঙ্গে এদের আর কোনো আইডেন্টিটি থাকবে না। এরা অবৈধভাবে সরকারের যে বেতন, সুযোগ-সুবিধা ভোগ করেছে সব ফেরত দিতে হবে। কারণ এরা জনগণের ভোটের এমপি-মন্ত্রী না।
তিনি আরও বলেন, জনগণ যদি ভোটের অধিকার পেত তাহলে শহীদ জিয়াউর রহমানের বিএনপিকেই দেশ পরিচালনার দায়িত্ব দিত। বিএনপি ১৫ বছর ধরে সাধারণ মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার ফিরিয়ে দেওয়ার সংগ্রাম করে যাচ্ছে। এই সংগ্রাম করতে গিয়ে বিএনপির অনেক সহকর্মীদের আমরা হারিয়েছি। নাটোরে সুজন, সানাউল্লাহ নূর বাবু, রাকিব, রায়হানসহ অনেকেই হারিয়েছি আমরা। নাটোরের মতো এত অত্যাচার, নিপীড়ন অন্য কোথাও হয়েছে কিনা আমার জানা নেই।
সভায় জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, জেলা বিএনপির সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহিন প্রমুখ।
এর আগে দলটির কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
Posted ১০:২৬ | শুক্রবার, ০১ সেপ্টেম্বর ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain