নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩ | প্রিন্ট
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে শুক্রবার (১ সেপ্টেম্বর) ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে ছাত্রলীগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ছাত্র সমাবেশ উপলক্ষে বৃহস্পতিবার (৩১ আগস্ট) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক সোহরাওয়ার্দী উদ্যানে ডিএমপির নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন।
এসময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরাপত্তা বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এসময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মুহা. আশরাফুজ্জামান, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনারসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূএ : জাগোনিউজ২৪.কম
Posted ০৮:৩৬ | বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain