নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৫ আগস্ট ২০২৩ | প্রিন্ট
জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত যুবদল রাজপথে থাকবে। তিনি বলেন, বাংলাদেশের মানুষ একটি জিনিসই চায়, সেটা হচ্ছে এই সরকারের পতন। জনগণ আর এই সরকারকে ক্ষমতায় দেখতে চায় না।
আজ বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কালো পতাকা মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
টুকু বলেন, আমাদের নেতাকর্মীদের ওপর অন্যায়-অবিচার-অত্যাচার করছেন। গ্রেফতার করছেন। এই অত্যাচার-অবিচার, গ্রেফতার করে কোনো কাজ হবে না। আন্দোলন চলবেই।
টুকু বলেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায়। গণতন্ত্রে বিশ্বাস করে, স্বাধীনতায় বিশ্বাস করে।
টুকু আরও বলেন, আমরা শান্তিপূর্ণ রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করি। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা রাজপথে আছি এবং থাকব। দেশনেত্রীকে মুক্ত করব। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব।
আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে, এর কোনো বিকল্প নাই জানিয়ে যুবদল সভাপতি বলেন, আমরা ভোটাধিকার ও গণতন্ত্র ফিরে পাওয়ার লড়াই করছি। আজকে আমাদের লড়াই ভোট অধিকারের লড়াই। আজকের লড়াই গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠার লড়াই। যতদিন পর্যন্ত লড়াই প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।
নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে যুবদলের এই নেতা বলেন, আসেন সবাই ঐক্যবদ্ধ হই। অবৈধ সরকারকে পদত্যাগ করাতে যে আন্দোলন চলছে এই আন্দোলন আরও জোরদার করতে রাজপথে নেমে আসি। দেশের এই অবস্থার একমাত্র সমাধান রাজপথেই হবে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুবদলের সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, জাকির সিদ্দিকী, জাকির হোসেন নান্নু, গোলাম মোস্তফা সাগর, হারুনুর রশীদ শিশির, কামরুজ্জামান দুলাল, রেজাউল করিম পল, যুগ্ম সাধারণ সম্পাদক জাভেদ হাসান স্বাধীন, সাইদুর রহমান, ইয়াসিন ফেরদৌস মুরাদ, আজিজুর রহমান আকন্দ, সহ-সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেল, প্রচার সম্পাদক করিম সরকার, যোগাযোগ সম্পাদক গিয়াস উদ্দীন মামুন, তথ্য ও গবেষণা সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, ভিপি তাজুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক আশরাফুল আলম ফকির লিংকন। আরও উপস্থিত ছিলেন, পার্থদেব মন্ডল, মাহমুদুল হাসান বাপ্পি, মাজেদুল ইসলাম রুমন,আমিনুর রহমান আমিন, সদস্য সৈয়দ শহিদুল আলম টিটু, মিজানুর রহমান সুমন প্রমুখ।
Posted ১৬:২৬ | শুক্রবার, ২৫ আগস্ট ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain