নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩ | প্রিন্ট
আগের চেয়ে অনেক সুস্থ বোধ করছেন সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) তার ছেলে, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আল্লাহর অশেষ রহমতে বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন আগের থেকে অনেক সুস্থ। ইনশাআল্লাহ খুব শিগগির তিনি বাংলাদেশে ফিরে আসবেন।
আজ সকালে সিঙ্গাপুরে তোলা খন্দকার মোশাররফের একটি ছবিও তিনি ফেসবুকে শেয়ার করেন।
এর আগে খন্দকার মোশাররফ ব্রেইন স্ট্রোক করে গত ১৮ জুন এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানে ৮ দিন চিকিৎসাধীন থাকার পর ২৭ জুন উন্নত চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর যান।
Posted ০৮:৩৬ | বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain