নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৩ আগস্ট ২০২৩ | প্রিন্ট
আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সরকারের বিভিন্ন ইউনিটসহ দেশের জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। সিআইডিতে সাইবার মনিটরিং সেল, মানব পাচার মনিটরিং সেল, প্রসিকিউশন সেলসহ নতুন নতুন উদ্যোগ গ্রহণ এবং গ্রুপ ভিত্তিক তদন্ত কার্যক্রম, কেস ম্যানেজমেন্ট সিস্টেম এবং ফরোয়ার্ড ডায়েরি মেইনটেইন করতে হবে।
আজ রাজধানীর মালিবাগে সিআইডির সদর দফতর পরিদর্শন ও ‘স্মার্ট ইনভেস্টিগেশনে সিআইডি’ বইয়ের মোড়ক উন্মোচন শেষে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
সিআইডির কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে আইজিপি বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স, ফিন্যান্সিয়াল ক্রাইম প্রতিরোধ, মানবপাচার প্রতিরোধ, সাইবার ক্রাইম দমন এবং ক্রিমিনাল ইন্টেলিজেন্স সংগ্রহের পাশাপাশি সার্বিক কার্যক্রমে সিআইডিকে আরো গতিশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় অপরাধ দমনে সিআইডির চলমান কার্যক্রম, আধুনিকায়নে বিভিন্ন চ্যালেঞ্জ, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া, এসবি প্রধান মো. মনিরুল ইসলাম, ডিআইজি (অর্গানাইজড ক্রাইম) কুসুম দেওয়ান, ডিআইজি (এইচআরএম) মো. মাইনুল হাসান প্রমুখ।
Posted ১৭:০৩ | বুধবার, ২৩ আগস্ট ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain