নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩ | প্রিন্ট
শাহরুখ খান মাসখানের আগে ‘জাওয়ান’ সিনেমার প্রিভিউয়ে ন্যাড়া মাথায় ধরা দেন। এমন লুক প্রকাশ্যে আসতেই চমকে যান ভক্তরা। মুহূর্তেই তার সেই লুক ভাইরাল। অনেকটা সেই রূপেই এবার ধরা দিলেন সালমান খান।
রবিবার রাতে একটি রেস্তোরাঁয় যান সালমান। সেখানেই পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে ভাইজানের নতুন রূপ। চুল ছেঁটে একেবারে ছোট করে ফেলেছেন। যেটাকে প্রায় ‘ন্যাড়া’ বলা চলে।
ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামার রিপোর্ট বলছে, নতুন একটি সিনেমার জন্যই সালমানের চুল বিসর্জন। করণ জোহরের প্রযোজনা ও বিষ্ণু বর্ধনের পরিচালনায় একটি সিনেমায় কাজ করবেন সালমান। যেখানে তাকে আর্মি চরিত্রে দেখা যাবে। আর সেজন্যই চুলের এমন ছাঁট দিয়েছেন অভিনেতা।
সূত্র অনুসারে, আগামী নভেম্বরে ছবিটির শুটিং শুরু হবে। ছবির নাম অবশ্য এখনও ঠিক করা হয়নি। তবে আগামী বছরের বড়দিন উপলক্ষে এটি মুক্তি পেতে পারে।
এদিকে সালমান খান বর্তমানে ব্যস্ত আছেন ‘টাইগার থ্রি’ সিনেমার কাজে। মনীশ শর্মার নির্মাণে এতে তার সঙ্গে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমি। ছবিটির শুটিং অবশ্য শেষ, চলছে পোস্ট প্রডাকশনের কাজ। আগামী ১০ নভেম্বর এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
Posted ০৭:৫৭ | মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain