নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২০ আগস্ট ২০২৩ | প্রিন্ট
তিন দিনের সফরে ভারতের রাজধানী নয়া দিল্লিতে গেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। জাতীয় নির্বাচনের কয়েক মাস আগে তার এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
আজ সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নয়া দিল্লির উদ্দেশে রওয়ানা করেন জি এম কাদের।
জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সচিব-২ দেলোয়ার জালালী ঢাকা মেইলকে এই কথা জানিয়েছেন।
জাতীয় পার্টির একাধিক নেতা জানিয়েছেন, জিএম কাদের ভারত সফর শেষে দেশে ফিরে আগামী জাতীয় নির্বাচনে দলটির করণীয় সম্পর্কে প্রেসিডিয়ামে বৈঠক ডেকে সিদ্ধান্ত নেবেন।
নির্বাচনের ঠিক আগ মুহূর্তে জাপা চেয়ারম্যানের ভারত সফর নিয়ে বিভিন্ন মহলে বেশ আলোচনা হচ্ছে। এদিকে তার সফরের আগের দিন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।
জানা গেছে, ২২ আগস্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাউথ ব্লকের শীর্ষ কয়েকজন কর্মকর্তার সঙ্গে জিএম কাদেরের বৈঠকের সম্ভাবনা রয়েছে।
একই সঙ্গে ভারত সফরকালে বিজেপির নেতা ও ভারত সরকারের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতাসহ মন্ত্রী পর্যায়ে সঙ্গে কাদেরের সাক্ষাৎ হতে পারে।
সংসদ নির্বাচনে জাপার অবস্থান, অংশগ্রহণ এবং জোট গঠনসহ রাজনৈতিক ইস্যু এই সফরে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।
Posted ০৮:৫১ | রবিবার, ২০ আগস্ট ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain