নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২০ আগস্ট ২০২৩ | প্রিন্ট
ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ডটি নিজের দখলে নিয়েছেন লিওনেল মেসি। ক্যারিয়ারে এখন পর্যন্ত ৪৪টি শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন তিনি।
রোববার জিওডিস পার্কে লিগস কাপের ফাইনালে নাশভিলেকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছে ইন্টার মায়ামি। নিজেদের ইতিহাসে মায়ামিকে প্রথমবারের মতো শিরোপা জয়ে স্বাদ এনে দেন মেসি। যার মধ্য দিয়ে সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ডটি নিজের করে নিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এ অধিনায়ক।
যুক্তরাষ্ট্রের লিগস কাপ মেসির ৪৪তম শিরোপা। এতদিন ৪৩টি শিরোপা নিয়ে আলভেসের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন তিনি। এবার তাকে ছাড়িয়ে গেলেন লিও।
৩৬ বছর বয়সী মেসির ৪৪ শিরোপার তালিকা তুলে ধরা হলো পাঠকদের জন্য-
আর্জেন্টিনা:
ফিফা বিশ্বকাপ: ১টি।
কোপা আমেরিকা: ১টি।
লা ফিনালিসিমা: ১টি।
অলিম্পিক: ১টি।
যুব বিশ্বকাপ: ১টি।
স্প্যানিশ ক্লাব বার্সেলোনা:
লা লিগা: ১০টি।
কোপা দেল রে: ৭টি।
সুপারকোপা: ৮টি।
চ্যাম্পিয়নস লিগ: ৪টি।
উয়েফা সুপার কাপ: ৩টি।
ফিফা ক্লাব বিশ্বকাপ: ৩টি।
ফরাসি ক্লাব পিএসজি:
লিগ ওয়ান: ২টি।
ফ্রেঞ্চ সুপার কাপ: ১টি।
মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামি: লিগস কাপ: ১টি।
Posted ০৮:২৮ | রবিবার, ২০ আগস্ট ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain