নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৯ আগস্ট ২০২৩ | প্রিন্ট
আগামী ৫ অক্টোবর মাঠে গড়াবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ আসরটি শুরু হতে এখনও ৪৬ দিন বাকি। তবে তার আগেই বিশ্বকাপ নিয়ে শুরু হয়ে গিয়েছে নানা আলোচনা।
বর্তমান ও সাবেক ক্রিকেটার, বিশ্লেষক কিংবা সমর্থক সবাই নেমে পড়েছেন বিশ্বকাপ সমীকরণ নিয়ে। আসন্ন বিশ্বকাপে কোন কোন দল সেমিফাইনালে যাবে, কারা ফাইনালে উঠবে এবং শিরোপা উঁচিয়ে ধরবেন কারা, সেসব নিয়েই চলছে আলোচনা।
এরই মধ্যে ইয়ন মরগ্যান, এবি ডি ভিলিয়ার্স, বীরেন্দ্র শেবাগ ও সৌরভ গাঙ্গুলির মতো তারকা বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন। এবার সে তালিকায় যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী সাবেক তারকা ব্যাটার মাইক হাসি।
শুক্রবার আইসিসির পডকাস্টে এক বিবৃতিতে মাইক হাসি বাছাই করেন নিজের ফেভারিট দল। সেই সঙ্গে কেন এ দলকে বাছাই করেছেন সেটাও জানিয়েছেন তিনি।
২০০৭ বিশ্বকাপজয়ী তারকা বলেন, ‘অনেক ভালো দল আছে, ফেভারিট বেছে নেয়া কঠিন। কিন্তু আমি মনে করি, এবার অস্ট্রেলিয়ার দারুণ সুযোগ রয়েছে। এই দলটা অনেক দিন এক সঙ্গে খেলছে। তারা জানে কি করতে হবে। আর বিশ্বকাপে আমাদের ইতিহাসও সমৃদ্ধ।’
সাবেক অজি তারকার মতে, ভারতের মাটিতে স্পিনার অ্যাডাম জাম্পা আর অলরাউন্ডার মিচেল মার্শ হতে পারে পাঁচবারের চ্যাম্পিয়নদের তুরুপের তাস।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে অস্ট্রেলিয়া সবার আগে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে। আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে দলের সদস্য সংখ্যা ১৫-তে নামিয়ে আনতে হবে। সূএ : ডেইলি-বাংলাদেশ
Posted ০৭:৩৬ | শনিবার, ১৯ আগস্ট ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain