নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৯ আগস্ট ২০২৩ | প্রিন্ট
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি গ্রহণ করেছে দলটি।
এর অংশ হিসেবে শনিবার ভোর ৬টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়, সারাদেশের জেলা ও মহানগরীসহ সব ইউনিট এবং ইউনিটসমূহের অধীন সব ইউনিট কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এ ছাড়া সকাল সাড়ে ১০টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করার কথা রয়েছে। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন।
দুপুর ১২টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রধান অতিথি থাকবেন।
এ ছাড়া রবিবার দেশব্যাপী জেলা ও মহানগরে সমাবেশ অথবা বর্ণাঢ্য শোভাযাত্রা করবে সংগঠনটি।
Posted ০৬:৪২ | শনিবার, ১৯ আগস্ট ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain