নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৮ আগস্ট ২০২৩ | প্রিন্ট
সরকার ক্ষমতায় থাকতে জঙ্গিবাদকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর।
শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে পুরানা পল্টনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিলে এ মন্তব্য করেন তিনি।
নুরুল হক নুর বলেন, আজকে ভারতীয় পত্রিকায় বলা হচ্ছে জামায়াতকে স্পেস দেওয়া হলে, বাংলাদেশ মৌলবাদীদের দখলে চলে যাবে। যুদ্ধাপরাধীদের বিচার করা শেখ হাসিনার প্ল্যান নয়। বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করার জন্য এটা একটা ভারতীয় প্রেসক্রিপশন।
কোনো রাজনৈতিক দল গণঅধিকার পরিষদকে টাকা কিংবা কর্মী দিয়ে সাহায্য করেনি জানিয়ে তিনি বলেন, আজকে যদি জাফরুল্লাহ চৌধুরী বেঁচে থাকতেন, তাহলে আমাদের নেতাদের মুক্তির দাবিতে বিচারপতিদের কোমরে গামছা লাগানোর হুমকি দিতেন।
হামলা-মামলায় গণঅধিকার পরিষদ পিছু হটবে না জানিয়ে নুরুল হক নুর বলেন, বিএনপিসহ সবার দৃষ্টি আকর্ষণ করেছিলাম। আজকে গণতন্ত্র মঞ্চের একজন গ্রেফতার। গণঅধিকার পরিষদের একাধিক নেতাকে অন্যায়ভাবে জেলে নেওয়া হয়েছে। বিএনপি জামায়াতের হাজার হাজার নেতাকর্মীকে জেলে নেওয়া হচ্ছে।
তিনি বলেন, আমাদের কৌশলে আন্দোলন করতে হবে। আমরা বলেছি, যেই থানায় আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে সেই থানা ঘেরাও করতে হবে।
Posted ১৬:৫৯ | শুক্রবার, ১৮ আগস্ট ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain