নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩ | প্রিন্ট
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, জঙ্গিদের গ্রেফতার করায় মির্জা ফখরুল ইসলামসহ বিএনপি নেতারা ব্যথিত হয়েছেন। কারণ তাদের আমলেই জঙ্গির সৃষ্টি।
বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।
মাহবুব উল আলম হানিফ বলেন, টেকব্যাক বাংলাদেশ বলে বিএনপি দেশকে কোথায় নিয়ে যেতে চায়- জনগণ তা জানে। বিএনপি হলো রাজাকারের দল। এ কারণে তারা দেশকে আবার পাকিস্তানি শাসনামলে টেকব্যাক করতে চায়।
তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। দেশব্যাপী সিরিজ বোমা হামলা তার প্রমাণ। জঙ্গিবাদ তাদেরই সৃষ্টি। বিএনপি দেশে গুম-খুন নির্যাতন শুরু করেছিল। টেকব্যাক বাংলাদেশের মাধ্যমে তারা আবার দেশকে সেই ধারায় নিয়ে যেতে চায়। সেটি হতে দেওয়া হবে না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রগতি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, বাংলাদেশকে আর পেছনে নিয়ে যেতে দেওয়া হবে না। বিএনপি-জামায়াতকে প্রতিহত করে আমরা গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখবো।
এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, মির্জা আজম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ। সূএ: ডেইলি-বাংলাদেশ
Posted ১৬:২৬ | বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain