নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩ | প্রিন্ট
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু নিয়ে যারা অপপ্রচার চালাবে তাদের আইনের আওতায় আনা হবে জানিয়েছেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
আজ র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
আজ কারওয়ানবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র্যাব জানায়, ডা. মোস্তফা জামানকে হত্যার হুমকিদাতা তফসিরুল ইসলামকে বুধবার রাতে ঝিনাইদহের মহেশপুর থেকে গ্রেফতার করে র্যাব। এসময় সংস্থাটি আরও জানায় তাফসিরুল এবং তার বাবা উভয়ই শিবিরের সক্রিয় সদস্য।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পেরেছে, ভয়ভীতি দেখাতেই বিএসএমএমইউ’র চিকিৎসককে হত্যার হুমকি দেয় শিবিরের এ সক্রিয় সদস্য।
সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে দেশে কিংবা বিদেশে যারা অপপ্রচার চালানোর চেষ্টা করছে এবং চিকিৎসকদের হুমকি দিচ্ছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান খন্দকার আল মঈন।
Posted ০৯:৫২ | বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain