নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৩ আগস্ট ২০২৩ | প্রিন্ট
গ্রুপ পর্বের শেষ ম্যাচে দুই দিন আগেই আর্জেন্টিনাকে বিশাল ব্যবধানে পরাজিত জরেছে ব্রাজিল। দশ গোলের ব্যবধানে আলবিসেলেস্তেদের বিপক্ষে জয়ের ফলে কনমেবল আয়োজিত চলমান দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ বিচ সকার চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে স্বাগতিক চিলিকে প্রতিপক্ষ হিসেবে পায় সেলেসাওরা। আর এই সেমিতে চিলিকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালও নিশ্চিত করেছে ব্রাজিল।
দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ বিচ সকার চ্যাম্পিয়নশিপ গত ৫ আগস্ট শুরু হয়েছে চিলিতে। আর ১৩ আগস্ট ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এ টুর্নামেন্টের। দশ দলের অংশগ্রহণে হওয়া এই টুর্নামেন্টে গ্রুপ ‘বি’তে ছিল ব্রাজিল যাতে সেলেসাওরা নিজেদের চার ম্যাচের চারটিতেই জয় পায়। এরপর সেমিতে স্বাগতিক চিলিকে পায় ফাইনালে ওঠার লড়াইয়ে প্রতিপক্ষ হিসেবে।
বাংলাদেশ সময় শনিবার ভোর চারটায় অনুষ্ঠিত হয় দুই দলের এই সেমি ফাইনাল। এতে ঘরের মাঠে স্বাগতিকদের ৪-৩ গোলে হারিয়েছে ব্রাজিল। ফলে এ টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত হয়েছে সেলেসাওদের। এদিকে দিনের অন্য সেমি ফাইনালে কলম্বিয়াকে ৫-৩ গলে প্রথম হিসেবে ফাইনালে নাম লিখিয়েছে প্যারাগুয়ে।
আগামী ১৩ আগস্ট এ টুর্নামেন্টের শিরোপা নিজেদ্র করে লড়াইয়ে মাঠে নামবে ব্রাজিল এবং প্যারাগুয়ে।
Posted ০৭:১৩ | রবিবার, ১৩ আগস্ট ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain