নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১১ আগস্ট ২০২৩ | প্রিন্ট
বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, আমাদের নিবন্ধনের আবেদনে নির্বাচন কমিশন সাড়া দেয়নি, অথচ ভুঁইফোড় সংগঠনকে তারা নিবন্ধন দিয়েছে। বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র নতুন কিছু নয়।
শুক্রবার (১১ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত গণমিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোস্তাফিজুর রহমান ইরান বলেন, বর্তমানে দেশের মানুষের একটাই চাহিদা, সেটা হলো নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন। এখন আওয়ামী লীগের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলা যায় না। আমরা কোনো কর্মসূচি পালন করতে পারি না।
তিনি আরও বলেন, গতকাল ইসলামী ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে তারা কোনো লোন দেবে না। দেশে ডাকাত পড়েছে, সেটা হলো আওয়ামী ডাকাত। এই আওয়ামী লীগ ইসলামী ব্যাংকের অন্যতম পরিচালক মীর কাশিম আলীকে হত্যা করেছে। এরপর নিজেদের লোক বসিয়ে ৭ হাজার কোটি টাকা লুটপাট করেছে। তাদের লুটপাটের কারণে আজ ইসলামী ব্যাংক শূন্য। প্রধানমন্ত্রীর আত্মীয় দ্বারা বেসিক ব্যাংকের টাকা লুটপাট করা হয়েছে। হলমার্কের মাধ্যমে সোনালী ব্যাংক লুটপাট করা হয়েছে।
পার্টির সভাপতি এস এম ইউসুফ আলীর সভাপতিত্বে গণমিছিলপূর্ব সমাবেশে আরও উপস্থিত ছিলেন, লেবার পার্টির ভাইস চেয়ারম্যান মোসলেম উদ্দিন, আমিনুল ইসলাম আমিন, মানবাধিকার সংরক্ষণ সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট জহুরা খাতুন জুঁই, মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি শহীদুল ইসলাম চৌধুরী মিলন, লেবার পার্টির যুগ্ম-মহাসচিব নুরুল ইসলাম সিয়াম প্রমুখ।
পরে একটি মিছিল প্রেসক্লাব থেকে শুরু হয়ে হাইকোর্ট তোপখানা রোড, সচিবালয়, পল্টন মোড়, বিজয়নগর পানির ট্যাংকি হয়ে নয়াপল্টন লেবার পার্টির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
Posted ১০:১৭ | শুক্রবার, ১১ আগস্ট ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain