নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১১ আগস্ট ২০২৩ | প্রিন্ট
বন্যাদুর্গত মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পির সাহেব চরমোনাই।
বৃহস্পতিবার (১০ আগস্ট) এক বিবৃতিতে তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক ও মানবিক দায়িত্ব। সে দৃষ্টিকোণ থেকে সংগঠনের নেতাকর্মী, সমাজের বিত্তবান এবং সাহায্য সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, একদিকে ডেঙ্গু বিপর্যয়ে জনজীবন বিপর্যস্ত, অন্যদিকে বন্যায় চট্টগ্রাম, ফেনীসহ বেশ কয়েক জেলার মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে। এ অবস্থায় যার যার অবস্থান থেকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। সরকারকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে হবে।
তিনি দলীয় নেতাকর্মীর পাশাপাশি সরকার, বিভিন্ন সেবা সংস্থা এবং সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান।
Posted ০৮:৩৭ | শুক্রবার, ১১ আগস্ট ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain