নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩ | প্রিন্ট
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপিকে মোকাবিলার জন্য যুবলীগ-যুব মহিলা লীগই যথেষ্ট। তারা মাঠে থাকলে আর আওয়ামী লীগকে দরকার হবে না।
আজ জাতীয় জাদুঘরের সামনে ডেঙ্গু প্রতিরোধে যুব মহিলা লীগের উদ্যোগে মশকনিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
বিএনপির উদ্দেশে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, অশান্তির পথ বাদ দিয়ে আপনারা মানুষের পাশে দাঁড়ান। গাড়ি পোড়ানো বাদ দিয়ে মানুষের পাশে দাঁড়ান। পুলিশের ওপর হামলা বাদ দিয়ে মানুষের পাশে দাঁড়ান। সম্পত্তি ধ্বংস করা বাদ দিয়ে মানুষের পাশে দাঁড়ান।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী আরো বলেন, বিএনপি বারবার তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে। অথচ তাদের বিদেশি বন্ধুরা কেউ মুখ ফসকেও তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেনি। তারা বলেছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা। আমরাও শান্তিপূর্ণ নির্বাচন চাই। আর এজন্য সব দলকে নির্বাচনে আসার আহ্বান জানাচ্ছি।
ড. হাছান মাহমুদ বলেন, এতদিন বিএনপি নেতারা বিদেশি বন্ধুদের বাসা-অফিসে ধরনা দিতো। এখন তারা সুর পাল্টে ফেলেছে। বিএনপি এখন বলছে, ভারত-যুক্তরাজ্য-চীন কী বলল তাতে কিছু আসে-যায় না। মতের মিল না হওয়ায় বিদেশি বন্ধুদেরও ছুঁড়ে ফেলে দিয়েছে বিএনপি।
এ সময় উপস্থিত ছিলেন- যুব মহিলা লীগের সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি প্রমুখ।
Posted ১৭:২০ | বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain