নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৯ আগস্ট ২০২৩ | প্রিন্ট
বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে ওয়ানডে বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে। ইতোমধ্যে দেশের আইকনিক পদ্মাসেতু ও মিরপুরে আনা হয়েছিল ট্রফি। আজ (৯ আগস্ট) সোনালি ট্রফি নেয়া হবে রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। সেখানে সর্বসাধারণের জন্য প্রদর্শন করা হবে এই ট্রফি।
বিসিবির দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বসুন্ধরায় রাখা হবে বিশ্বকাপ ট্রফি। এ সময় সর্বসাধারণ ট্রফিটি প্রদর্শন করতে পারবেন। পাশাপাশি নির্দিষ্ট দূরত্ব থেকে ছবিও তোলা যাবে। এজন্য আলাদা কোনো ফি কিংবা টিকিট কাটতে হবে না।
এর আগে রোববার মধ্যরাতে বাংলাদেশে আসে বিশ্বকাপ ট্রফি। আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী, কোনো একটা বিশেষ স্থানে বা স্থাপনার সামনে বিশ্বকাপের ট্রফি নিয়ে ফটোসেশন করার রীতি আছে। তারই ধারাবাহিকতায় বেছে নেয়া হয় পদ্মাসেতুকে।
২০২২ সালের ২৫ জুন উদ্বোধন হওয়া সাড়ে ৬ কিলোমিটার দীর্ঘ পদ্মাসেতু এখন দেশের অন্যতম একটি আইকনিক স্থাপনা ও গর্বের প্রতীক।
তিনদিনের সফরের দ্বিতীয় দিন অর্থাৎ মঙ্গলবার ট্রফিটি নেয়া হয় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে ছবি তোলার সুযোগ করে দেওয়া হয় ক্রিকেটার, বিসিবির কর্মকর্তা-কর্মচারী, ক্রিকেট সংগঠক ও ক্রীড়া সাংবাদিকদের।
Posted ০৫:৫৭ | বুধবার, ০৯ আগস্ট ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain