নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৮ আগস্ট ২০২৩ | প্রিন্ট
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে একটা পরিবর্তন আসবে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। গণতন্ত্রের পক্ষের মানুষ, স্বাধীনতার পক্ষের মানুষ, প্রকৃত মুক্তিযোদ্ধারা দেশ পরিচালনা করবেন। চোর বাটপাররা আর দেশ পরিচালনা করতে পারবে না।
মঙ্গলবার (৮ আগস্ট) প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের (জিসপ) উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার রায় প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।
দুদু বলেন, ‘শেখ হাসিনা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার স্ত্রীর নামে মামলা দিয়েছেন। এই শেখ হাসিনা জিয়াউর রহমানের আমলে বাংলাদেশে এসেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে বাংলাদেশে আসার সুযোগ করে দিয়েছিলেন। তার বাড়ি ফিরিয়ে দিয়েছিলেন। আরো অনেক সহযোগিতা করেছিলেন। সেই প্রতিদান তিনি (হাসিনা) ক্ষমতায় এসে এভাবে দিলেন জিয়া পরিবারের ওপর নির্যাতন করে।’
তিনি বলেন, ‘বিএনপির ৪০ লাখ নেতাকর্মীর নামে ২ লাখ মামলা দেওয়া হয়েছে। শেখ মুজিবুর রহমানও গণতন্ত্রের জন্য আন্দোলন করেছিলেন। কিন্তু ওই সময় তার নামে কয়টা মামলা হয়েছিল। আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে কয়টা মামলা হয়েছে। সেটা পাকিস্তান আমলে হোক বা বাংলাদেশ আমলে হোক। এই সরকার পাকিস্তানকেও হার মানিয়েছে। তারা হামলা মামলা দিয়ে আবার ক্ষমতায় আসতে চায়।’
বিএনপি জ্যেষ্ঠ এই নেতা বলেন, ‘বর্তমানে চারিদিকের আবহাওয়া ভালো না। সেটা প্রধানমন্ত্রী ও পুলিশ প্রশাসন ভালো করে জানেন। এজন্যই শেখ হাসিনা প্রশাসনকে বলেছেন, আপনারা ভয় পাবেন না। কীসের জন্য ভয় পাবেন? দেশের জনগণের ক্ষতি করেছেন এই জন্য? গণতন্ত্র হরণ করেছেন এই জন্য? কিন্তু মানুষ গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য, দেশের স্বাধীনতার পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে। এবং জনগণ এই আন্দোলনে সফল হবে।’
সংগঠনের সভাপতি গিয়াসউদ্দিন খোকনের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য ফোরকানী আলম, অ্যাডভোকেট আবেদ রেজা, মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক মিয়া মো. আনোয়ার, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি রকিবুল ইসলাম রিপন প্রমুখ।
Posted ১৬:৪৭ | মঙ্গলবার, ০৮ আগস্ট ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain