নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২১ জুলাই ২০২৩ | প্রিন্ট
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, পদযাত্রা কর্মসূচিতে লাখ লাখ জনতার জোয়ার দেখে আওয়ামী লীগের মাথা খারাপ হয়ে গেছে, এটা তাদের সহ্য হয়নি। তাই তারা চট্টগ্রামকে অশান্ত করার জন্য বিএনপি অফিসে হামলা চালিয়েছে। কিন্তু এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করার জন্য বিএনপি প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, বিএনপিকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। এক লাখ মামলা, ছয়শ নেতাকর্মীকে গুম ও হাজার হাজার নেতাকর্মীকে বিচার বহির্ভূত হত্যা করেছে। কিন্তু বিএনপিকে কি দমাতে পেরেছেন? বিএনপির নেতাকর্মীরা এখন রোদে পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়ে গেছে। মামলা দিয়ে ভয় দেখিয়ে নেতাকর্মীদের আন্দোলন থেকে দূরে রাখা যাবে না।
শুক্রবার (২১ জুলাই) চট্টগ্রাম মহানগর কার্যালয়ের মাঠে বিএনপি অফিসে আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সভায় এসব কথা বলেন ডা. শাহাদাত।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা যখন লালখান বাজার থেকে মিছিল নিয়ে বিএনপির অফিসের দিকে হামলা করতে আসছিল তখন পুলিশ তাদের প্রতিরোধ করার জন্য এসেছিল। কিন্তু এত বড় কোতোয়ালি থানার পুলিশ থাকতে এই সামান্য সন্ত্রাসীদের রুখতে পারল না? ভিডিও ফুটেজে দেখেছি পুলিশকে তারা ধাক্কা দিয়ে বিএনপি অফিসে ঢুকে সব কিছু তছনছ করে দিয়েছে। আগুন লাগিয়ে ল্যাপটপসহ বিভিন্ন জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে। সে দিন এই সন্ত্রাসীদের সামনে পুলিশের অসহায়ত্ব আমরা দেখেছি। অপরাধী যেই হোক না কেন তাদের গ্রেপ্তার করা আপনাদের দায়িত্ব ছিল।
তিনি বলেন, আমরা বলতে চাই, আপনারা নির্ভয়ে কাজ করেন। উপরের নির্দেশ শুনবেন না। সরকারের সময় শেষ হয়ে গেছে কিন্তু আপনাদের তো সময় আছে। আপনাদের তো চাকরি করতে হবে। আমরা বিশ্বাস করি, আগামীতে বিএনপি সরকার গঠন করলে আপনারা ভালোভাবে চাকরি করতে পারবেন। আমরা আশা করব, আমাদের পক্ষ থেকে যে মামলা নিয়ে থানায় যাওয়া হয়েছে, সে মামলা আপনারা গ্রহণ করবেন।
কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন বলেন, সরকার পরিকল্পিতভাবে বিএনপিকে নিশ্চিহ্ন করার গভীর চক্রান্তে লিপ্ত। সেই পরিকল্পনার অংশ হিসেবে মামলা দায়েরের ঘটনা নিত্য ঘটছে। কিন্তু হামলা-মামলার মাধ্যমে বিএনপিকে দমিয়ে রাখতে পারেনি, পারবেও না। বিএনপি কোনো সময় আপস করেনি। এসব বানোয়াট মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের ঘরে আবদ্ধ করে রাখতে পারবে না।
দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিএনপি অফিসে সে দিন পৈশাচিক তাণ্ডব চালিয়েছে। তারা মানুষের অধিকার হরণ করেছে। তাদের কাছ থেকে ভালো কিছু আশা করি না। আওয়ামী লীগ এখন জনগণ ও বিদেশিদের চাপে দিশেহারা। তারা আবোল-তাবোল বকছে। এসব করে শেষ রক্ষা হবে না, চলে যেতেই হবে।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা ও অ্যাডভোকেট আবদুস সাত্তার।
Posted ১৭:০৮ | শুক্রবার, ২১ জুলাই ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain