নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২১ জুলাই ২০২৩ | প্রিন্ট
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হন, মাধবপুর উপজেলার সহকারী প্রোগ্রামার জনাব মোহাম্মদ রুহুল কুদ্দুস, ভেন্যু প্রধান মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান জনাব এ.কে.এম সাইফুল ইসলাম,
উক্ত প্রশিক্ষণের প্রশিক্ষক জনাব #রায়হান_আহমেদ_সম্রাট, কোর্স কো অর্ডিনেটর আব্দুল কুদ্দুস পলাশ। উক্ত ব্যাচে ২০ জন শিক্ষক প্রশিক্ষণ গ্রহণ করেন। সহকারী প্রো
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]
গ্রামার জনাব মোহাম্মদ রুহুল কুদ্দুস বলেন, সরকারের আইসিটি বিভাগের বাস্তবায়নে এই প্রশিক্ষণ গ্রহণ করে আপনাদের প্রতিষ্ঠানে স্থাপিত ল্যাব সমূহকে পরিচালনা করবেন পাশাপাশি শিক্ষার্থীদের কম্পিউটার শিক্ষা নিশ্চিত করবেন। পরে প্রশিক্ষণে সার্বিক সফলতা কামনা করে অনুষ্ঠানের সমাপনী হয় ঘোষণা করেন।
#ICT_DIVISION #ICT_TRAINING
Posted ১১:১৯ | শুক্রবার, ২১ জুলাই ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Samrat Ahmed