নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩ | প্রিন্ট
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে ঘরে ঘরে আওয়ামী লীগের দুর্গ গড়ে তোলার কথা বলেছেন দলটির উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ।
মঙ্গলবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শহরের বাংলা স্কুল মাঠের ভাসানী মঞ্চে আয়োজিত দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাসী নৈরাজ্যের প্রতিবাদে ভোলা জেলা আওয়ামী লীগের আয়োজনে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।
বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ বলেন, আজ দেশ যখন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে বিএনপি দেশের মধ্যে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে। তারা কখনোই দেশের শান্তি-শৃঙ্খলাসহ দেশের মানুষের ভালো চায় না। বরাবরই তারা চায় দেশের উন্নয়নকে নস্যাৎ করে ওই বিদেশিদের পায়ে লুটেপরে তাদের মাধ্যমে দেশের মধ্যে একটি অরাজগতা সৃষ্টি করে এরপর আগুন সন্ত্রাসের মধ্য দিয়ে মানুষ মেরে ক্ষমতায় যেতে।
কিন্তু বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবিত থাকতে তাদের এই স্বপ্ন কোনোদিনই বাস্তবায়ন হবে না। কেননা, শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের মধ্য দিয়ে আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিণত হয়েছে। বিশ্বের কাছে বাংলাদেশ একটি মর্যাদাশীল দেশ হিসেবে স্থান পেয়েছে।
তিনি বলেন, দেশের মানুষ আওয়ামী লীগের উন্নয়নমূলক সকল ধরনের কর্মকাণ্ডের পাশাপাশি দেশ পরিচালনার ক্ষেত্রে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দূরদর্শিতার কারণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় আওয়ামী লীগকেই ক্ষমতায় বসাবেন।
এর আগে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় অংশ নিতে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দোস্ত মাহমুদ, সহ-সভাপতি ফেরদৌস আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকীব, নজরুল ইসলাম গোলদার, যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইউনুস, পৌরসভা মেয়র মো. মনিরুজ্জামান মনির প্রমুখ। সূএ: ঢাকা মেইল ডটকম
Posted ১২:০০ | মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain