নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩ | প্রিন্ট
আওয়ামী লীগ নিজেদের জনগণের সরকার বলে যে দাবি করে তা আজকে মিথ্যা প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
মঙ্গলবার গাবতলীতে সরকার পতনের এক দফা দাবি আদায়ের পদযাত্রা কর্মসূচির আগে সমাবেশে তিনি এ কথা বলেন।
মঈন খান বলেন, ‘আওয়ামী লীগ জনগণের সরকার বলে দাবি করে, আজকে তা মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। তার প্রমাণ আমরা দেখেছি গতকাল ঢাকা-১৭ আসনের নির্বাচনে। এমন একটি ভোট হয়েছে যেখানে মানুষ ভোট দিতে যায় নাই।
‘এক দফা আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে’ উল্লেখ করে তিনি বলেন, ‘আন্দোলনের মাধ্যমে এই দাবি আদায় করব। আর তখনই সত্যিকারের জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।’
আব্দুল মঈন খান আরও বলেন, ‘সরকার বাংলাদেশের গণতন্ত্র, অর্থনীতি, প্রশাসন ধ্বংস করেছে। সবকিছু ধ্বংস করে লুটপাট করে খাচ্ছে।’
‘আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে রাজপথে মুক্ত করে আনব’-বলেন তিনি।
সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে মঙ্গলবার বেলা সোয়া ১১টার পর গাবতলী থেকে পদযাত্রা শুরু করেছে বিএনপি, যা বিকাল ৪টায় বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।
Posted ০৮:১৮ | মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain