নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৭ জুলাই ২০২৩ | প্রিন্ট
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে দাবি করে তিনি বলেছেন, তারা এখন হিরো আলমকে পর্যন্ত সহ্য করতে পারছে না।
সোমবার (১৭ জুলাই) বিকেলে খুলনা মহানগরীর সোনালী ব্যাংক চত্বরে আয়োজিত তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির তিন অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল এই অনুষ্ঠানের আয়োজন করে।
ক্ষমতাসীন দলের সমালোচনা করে ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। তারা হিরো আলমকে পর্যন্ত সহ্য করতে পারছে না। আজ হিরো আলম ভোটকেন্দ্রে গেলে তাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা বের করে দেয় এবং মাটিতে ফেলে মারধর করে।’
আবারও সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে বিএনপি মহাসচিব সরকারের উদ্দেশে বলেন, ‘দফা এক, দাবি এক—পদত্যাগ করুন। এদিক-ওদিক করে লাভ নেই। কে কী বলল, যায় আসে না। বাংলাদেশের জনগণ বলছে, পদত্যাগ করুন। আর জনগণের দাবিই হলো আসল।’
ফখরুল বলেন, ‘বন্দুকের ভয় দেখিয়ে, মামলা দিয়ে আর কাজ হবে না। অসংখ্য লোকের বিরুদ্ধে গায়েবি মামলা দেওয়া হয়েছে। যার কোনো ভিত্তি নেই। মামলা দিয়েও আন্দোলন দমাতে পারেননি।’
বিএনপি মহাসচিব বলেন, ‘নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না হলে এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। ন্যাড়া বেলতলায় বারবার যায় না, একবারই যায়। শিয়ালের কাছে কেউ মুরগি বর্গা দেয় না।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দেশে ডেঙ্গুতে শতাধিক লোক মারা গেছে, অথচ মানুষকে বিপদে ফেলে স্বাস্থ্যমন্ত্রী বিদেশ সফর করছেন। তাদের দেশের মানুষের প্রতি কোনো দায়বদ্ধতা নেই।’
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। বক্তব্য দেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, খুলনা নগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, জেলা আহ্বায়ক আমীর এজাজ খান প্রমুখ।
সমাবেশে খুলনা বিভাগের বিভিন্ন স্থানে গুম, খুনের শিকার দলীয় নেতাকর্মীদের স্বজনরা তাদের বক্তব্য তুলে ধরেন।
সমাবেশ পরিচালনা করেন যুবদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন ও ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।
Posted ১৭:২৯ | সোমবার, ১৭ জুলাই ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain