নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৭ জুলাই ২০২৩ | প্রিন্ট
নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা বলেছেন, ঢাকা-১৭ আসন ও স্থানীয় নির্বাচনগুলোর ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। ডিসি, এসপি, রিটার্নিং অফিসারদের সঙ্গে কথা হয়েছে। খুব শান্তিপূর্ণ ভোট হচ্ছে স্থানীয় পর্যায়ে।
আজ নির্বাচন ভবনের বেজমেন্টে সিসি ক্যামেরায় চার ঘণ্টার ভোট পর্যবেক্ষণের পর তিনি এ তথ্য জানান।
ইসি রাশেদা বলেন, সকালে আমি ঢাকা-১৭ আসনে বনানীর বিদ্যা নিকেতন ভোটকেন্দ্রে গিয়েছিলাম। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা দেখেছি। ভোটের পরিবেশ ভালো। সিসি ক্যামেরাতেও অনিয়ম দেখিনি।
তিনি আরো বলেন, সকালে ভোটার উপস্থিতি কম ছিল। বেড়া বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের আনাগোনাও বাড়ছে। অভিজাত এলাকা, অল্প সময়ের জন্য নির্বাচন হচ্ছে। এ কারণে ভোটারদের মাঝে খুব একটা তাড়া নেই। তবে ভোটের হার বাড়বে।
Posted ১০:১৩ | সোমবার, ১৭ জুলাই ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain