নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৬ জুলাই ২০২৩ | প্রিন্ট
চট্টগ্রামে আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজে খুইয়েছে বাংলাদেশ। তবে সিলেটে গিয়ে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে দুর্দান্ত কামব্যাক করেছে টাইগাররা। এবার স্বাগতিকদের লক্ষ্য আফগানদের বিপক্ষে টি-২০তে সিরিজ জয়।
রোববার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-২০তে মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান। ম্যাচটি মাঠে গড়াবে সন্ধ্যা ছয়টায়। আর খেলাটি দেখা যাবে গাজী টিভি ও টি স্পোর্টসে।
ঘরের মাঠে প্রথম টি-২০তে জয় তুলে নিয়ে স্বস্তিতে রয়েছে সাকিবের দল। ওই এক জয়ে টাইগারদের সামনে এখন আফগানদের বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি। শেষ খেলায় জিতলেই সিরিজ হবে টাইগারদের। তবে হারলেও সিরিজ হাতছাড়া হওয়ার ভয় নেই। তাই অনেকটা নিরাপদ অবস্থানে থেকে ও মানসিক স্বস্তি নিয়েই এদিন মাঠে নামবে টাইগাররা।
দলে কোনো ইনজুরিও শঙ্কা নেই। তাই আপাতত একাদশে পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনা নেই। টিম ম্যানেজমেন্ট সূত্র নিশ্চিত করেছে, শুক্রবারের দলটিই খেলবে রোববার।
শেষ টি-২০তে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
সূএ : ডেইলি-বাংলাদেশ
Posted ০৯:১৮ | রবিবার, ১৬ জুলাই ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain