নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৪ জুলাই ২০২৩ | প্রিন্ট
বছরের শুরুতে ‘পাঠান’-এর মতো ব্লকবাস্টার ছবির পর এবার ‘জাওয়ান’-এর পালা। আরও একটি অ্যাকশন ও বিনোদনে ভরপুর ছবি নিয়ে ফিরছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ‘জাওয়ান’-এর আনুষ্ঠানিক ঘোষণার পর থেকেই ছবির জন্য মুখিয়ে আছেন দর্শক ও অনুরাগীরা। সম্প্রতি ছবির প্রিভিউ মুক্তি পাওয়ার পর সেই উদ্দীপনা আরও বেড়ে গেছে। ‘জাওয়ান’ রূপে শাহরুখ তো ফিরছেনই, সঙ্গে থাকছেন নয়নতারা, দীপিকা পাড়ুকোনের মতো তাবড় তারকা অভিনেত্রীরা। প্রিভিউয়ে ইতোমধ্যেই ঝলক দেখা গেছে তাদের। পাশাপাশি রয়েছেন সান্য মালহোত্রা, প্রিয়ামণির মতো অভিনেত্রীরা। এবার জানা গেল, ‘জাওয়ান’-এ শাহরুখের প্রমীলা বাহিনীতে এইসব অভিনেত্রী ছাড়াও যোগ দিতে চলেছেন আরও এক বলিউড নায়িকা। কে তিনি?
খবরে জানা গেছে, শাহরুখের প্রথম প্যান ইন্ডিয়ান ছবিতে বিশেষ চরিত্রে নাকি দেখা যেতে চলেছে বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানিকে। শুধু বিশেষ চরিত্রই নয়, শোনা যাচ্ছে একটি গানেও নাকি দেখা যাবে কিয়ারাকে। চলতি সপ্তাহেই নাকি একাধিকবার ওয়াইআরএফ স্টুডিওতে দেখা গেছে কিয়ারাকে।কিয়ারা আদভানি। ছবি: সংগৃহী
অন্যদিকে, র্যাপ তারকা রাজা কুমারীর গানের জন্য গত কয়েক দিন ধরেই যশরাজের স্টুডিওতে শুটিং করছেন শাহরুখ ও নয়নতারা। জানা গেছে, ওই গানেই শাহরুখ ও নয়নতারার সঙ্গে নাকি দেখা যেতে পারে ‘সত্যপ্রেম কি কথা’ ছবির অভিনেত্রীকে।
গত ১০ জুলাই মুক্তি পেয়েছে ‘জাওয়ান’ সিনেমার প্রিভিউ। ২ মিনিট ১২ সেকেন্ড দৈর্ঘের প্রিভিউয়ে একাধিকরূপে ধরা দিয়েছেন শাহরুখ। সেখানে যেমন ‘বাহুবলী’র আদলে তার আগমন আছে, তেমন ‘জোকার’-এর আদলে মুখোশের পিছনে সেই বাঁকা হাসিও আছে। আবার ‘মুন নাইট’-এর মতো গোটা শরীরে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় বর্শা হাতে ঘুরে দাঁড়ানোও আছে প্রিভিউয়ে। ছবির প্রচার ঝলকেই শাহরুখকে দেখে মুগ্ধ অনুরাগীরা। পাশাপাশি নজর কেড়েছেন নয়নতারা ও দীপিকাও। এক ঝলক দেখা গেছে দক্ষিণী তারকা বিজয় সেতুপতি ও বলিউড অভিনেত্রী সান্য মালহোত্রাকেও। আগামী ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে অ্যাটলি পরিচালিত এই ছবি।
Posted ০৭:১৩ | শুক্রবার, ১৪ জুলাই ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain