নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১০ জুলাই ২০২৩ | প্রিন্ট
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘আওয়ামী লীগের ক্ষমতা শুধু বিএনপির নেতাকর্মীদের দমন করতে মিথ্যা, গায়েবি মামলার ক্ষেত্রে দেখা যায়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুতের লোডশেডিং বন্ধ বা দুর্নীতি-লুটপাট বন্ধ করার ক্ষেত্রে তাদের ক্ষমতা দেখা যায় না। কারণ, এসবের সাথে তারা নিজেরাই জড়িত।’
আজ সোমবার দুপুরে জামালপুর পৌর শহরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এক স্বতঃস্ফূর্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামিম।
মোয়াজ্জেম হোসেন আলাল আরও বলেন, ‘আওয়ামী লীগ বলেছিল ১০ টাকা সের চাল খাওয়াবে, সে চাল ৭০ টাকা, সেখানে তারা ক্ষমতা দেখাতে পারে না। বলেছিল ঘরে ঘরে চাকরি দেবে, ঘরে ঘরে আজ বেকার সৃষ্টি হয়েছে, ঘরে ঘরে মামলা ঢুকিয়ে দিয়েছে।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ জনগণের সাথে প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করেছে।’ তিনি আওয়ামী লীগের উদ্দেশ্যে বলেন, ‘জনগণের অধিকার ফিরিয়ে দিন, ভালো ব্যবহার করুন, ভালো হতে পয়সা লাগে না। আর ভালো যদি না হতে পারেন, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে, জনগণ ক্ষমা করবে না।’
সমাবেশে এমরান সালেহ প্রিন্স আওয়ামী লীগের উদ্দেশ্যে বলেন, ‘মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতে পারবেন, বিএনপিকে দমন করতে পারবেন না, জনগণের অধিকার আদায়ের আন্দোলন থেকে আমাদের বিরত রাখতে পারবেন না।’
তিনি নেতাকর্মীসহ জনসাধারণকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘চূড়ান্ত আন্দোলনের ডাক আসছে। সরকারের কাছে অনেক দাবি করেছি, দফা দিয়েছি।সরকার কোনোটাই না মেনে দেশকে কর্তৃত্ববাদী রাষ্ট্রে পরিণত করেছে। তাই আর কোনো দাবি নাই, দফা একটাই, সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।
Posted ১৭:০৫ | সোমবার, ১০ জুলাই ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain