নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৯ জুলাই ২০২৩ | প্রিন্ট
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সারাদেশেই ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। ডেঙ্গু চিকিৎসার জন্য আমরা যথাযথ ব্যবস্থা নিয়েছি। ডাক্তার ও নার্সদেরকে এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
আজ দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ার বাসভবনে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী জানান, এ পর্যন্ত দেশের ৫৭টি জেলার ৬৭ জন মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন প্রায় ১২ হাজার লোক। এর মধ্যে আড়াই হাজার লোক হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং ৯ হাজারের বেশি লোক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে যত মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন তার ৬০ ভাগই ঢাকায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে অনেক রোগী ভর্তি আছেন। আমরা ডেঙ্গুর মোকাবিলা করে চলছি। সিটি কর্পোরেশন ও পৌরসভাকে আহ্বান করবো তারা যেন বেশি বেশি মশা নির্মূলে স্প্রে করে। এখন বৃষ্টি হচ্ছে, জায়গায় আটকে থাকা পানিতে মশা জন্ম নিচ্ছে, লার্ভা হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, গতবছর এ সময়ে ডেঙ্গু পরিস্থিতি খুব ভালো অবস্থায় ছিল। এ বছরই সবচেয়ে বেশি এডিস মশার প্রকোপ দেখা দিয়েছে। সামনের দুই তিন মাসে ডেঙ্গু পরিস্থিতি আরো বেশি ভয়াবহ হতে পারে বলে আমরা আশঙ্কা করছি। এ ব্যাপারে প্রতিটি হাসপাতালে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী সব হাসপাতালে ডেঙ্গু ইউনিট স্থাপন করা আছে। ডাক্তার নার্সদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ রোগের জন্য সব ওষুধের ব্যবস্থা করা আছে।
Posted ১২:১৮ | রবিবার, ০৯ জুলাই ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain